রোববার ৮৩৬ ইউনিয়নে দিনভর ভোটগ্রহণ শেষে নির্বাচন কমিশন সচিব হুমায়ুন কবীর খোন্দকার প্রেস ব্রিফিংয়ে এসে বলেন, “সব মিলিয়ে এ নির্বাচন সুষ্ঠু হয়েছে, আনন্দমুখর পরিবেশে ভোট হয়েছে।”
গত জুন মাসে ইউপি নির্বাচন শুরু হলেও করোনাভাইরাস মহামারীর কারণে পরের ধাপের ভোটগুলো পিছিয়ে যায়। সেপ্টেম্বর ও নভেম্বরে দ্বিতীয় ও তৃতীয় ধাপের ভোটে ছায়া ফেলেছিল সংঘাত-সহিংসতা।
রোববার চতুর্থ ধাপেও গোলযোগের কারণে ১৫টি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত হয়েছে বলে জানান ইসি সচিব।
তিনি বলেন, ‘প্রিসাইডিং অফিসারদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায়’ ১৫টি কেন্দ্রের ভোট স্থগিত করা হয়েছে। কয়েকটি এলাকায় ধাওয়া-পাল্টা ধাওয়ায় ২৯ জন আহত হয়েছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ৬৩ জন আটক করেছে; নির্বাহী হাকিম জরিমানা করেছে ৫ জনকে।
Leave a Reply