সোমবার দুপুরে লাকসাম থানাধীন ছিকুনিয়া উত্তরপাড়া আনছারীয়া ফাউন্ডেশন সংলগ্ন মজুমদার বাড়ীর মাদক ব্যবসায়ী আব্দুল মান্নানের খামার থেকে এ গাঁজা উদ্ধার করা হয়। মাদক ব্যবসায়ী মান্নান ছিকুনিয়া গ্রামের আব্দুর রহিম পুত্র।
পুলিশ সুত্রে জানা যায়-ছিকুনিয়া উত্তরপাড়া আনছারীয়া ফাউন্ডেশন সংলগ্ন মজুমদার বাড়ীর মাদক ব্যবসায়ী আব্দুল মান্নান দীর্ঘ দিন যাবত গাঁজা, ফেন্সিডিল, ইয়াবার ব্যবসা করে আসছে। গত কয়েক মাস পূর্বে মাদক মামলায় কারাভোগ করে অস্থায়ী জামিনে বের হন।
সোমবার, মান্নান তার বাড়ীর মুরগীর খামারে সারের বস্তায় ৮টি পেকেটে প্রায় ২০ কেজি গাঁজা লুকিয়ে রাখে।
লাকসাম থানা পুলিশের এসআই ওমর গোপন সংবাদের ভিত্তিতে মান্নানের বাড়ীতে অভিযান চালিয়ে খামার থেকে এ গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ সদস্যদের উপস্থিতি টের পেয়ে আবব্দুল মান্নান(৩৫) পালিয়ে যায়।
এ ঘটনায় মুদাফরগঞ্জ উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহীদুল ইসলাম শাহীন বলেন, আব্দুল মান্নান(৩৫) দীর্ঘদিন মাদক ব্যবসার সাথে জড়িত থেকে এলাকার যুবকদের মাদকাসক্ত হিসাবে গড়ে তুলছে। পুলিশ একাধিকবার গ্রেপ্তার করে জেলে পাঠিয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লাকসাম থানার এসআই ওমর জানায়, মান্নান মাদকসহ একাধিকবার জেলে পাঠানো হয়েছে। ছাড়া পেয়ে আবারও মাদক ব্যবসা শুরু করে। সোমবার বিকেলে উদ্ধারকৃত গাঁজা থানায় নিয়ে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। পলাতক মাদক ব্যবসায়ী মান্নানকে গ্রেফতার করতে অভিযান চলমান রয়েছে।
Leave a Reply