নিয়মিত টহলের অংশ হিসাবে গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা র্যাব-১১, সিপিসি-২ এর আভিযানিক দল ১৭মার্চ ২০২২ইং সকালে কুমিল্লা জেলার সদর দক্ষিন থানাধীন বাটপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে দৈনিক ভোরের কলাম স্টিকার যুক্ত প্রাইভেট কারের ভিতর লুকিয়ে মাদক পরিবহনের সময় ১৬১ বোতল ফেন্সিডিল, ২৪ ক্যান বিয়ার এবং ৭৮ বোতল বিদেশী মদসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী-কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানার বিজয়পুর গ্রামের দাগন চন্দ্র দাস এর ছেলে বিক্রম চন্দ্র দাস(২৭)। অভিযানে মাদক পরিবহন কাজে ব্যবহৃত প্রাইভেট কারটিও জব্দ করা হয়। প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিল, বিয়ার এবং বিদেশীমদসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। মাদক পাঁচারকালে গ্রেফতারকৃত আসামীকে ১নম্বর ও মামলার ২নং আসামী পলাতক দৈনিক ভোরের কলাম পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক সোহাগী মিয়াজী’র বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিন থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে র্যাব-১১ সিপিসি-২ এর উপ-পরিচালক মেজর সাকিব জানান।
Leave a Reply