জয়পুরহাট পৌর শহরের শান্তি নগর এলাকায় মঙ্গলবার সকাল ৮ টা থেকে ১০ টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।
র্যাব ৫ ক্যাম্পের কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মাসুদ রানা ও জাতীয় ভোক্তা ভোক্তা অধিকার সংরক্ষণ কার্যালয়ের সহকারী পরিচালক ফজলে এলাহী নেতৃত্বে অভিযান চালিয়ে চারটি বেকারি মালিকে ৫৭ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরো জানান,দীর্ঘ দিন ধরে পৌর শহরের শান্তি নগর এলাকায় চারটি বেকারির মালিকরা অস্বাস্থ্য ও নোংরা পরিবেশে কেক বিস্কুট রুটিসহ নানা খাদ্যদ্রব্য বানিয়ে বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিলো।
ভোক্তা অধিকার সংরক্ষণ কার্যালয়ের সহকারী পরিচালক ফজলে এলাহী জানান, এই চারটি বেকারি দোকানে অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুটসহ অন্যান্য পণ্যসামগ্রী উৎপাদন করার অপরাধে বেকারির মালিকদের ৫৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে তাদের সতর্কও করা হয়েছে। ভবিষ্যতে অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য উৎপাদন করলে বেকারির দোকানগুলো সিলগালা করা হবে।
Leave a Reply