রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুরে সড়ক দুর্ঘটনায় সোহাগ (১২) নামে এক শিশু নিহত হয়েছে। শুক্রবার ভোর ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
সোহাগের বাড়ি জামালপুরের ইসলামপুর উপজেলায়। বর্তমানে ধলপুর ১৪ নম্বর আউটফল এলাকায় পরিবারের সঙ্গে থাকতো সে। স্থানীয় একটি স্কুলে তৃতীয় শ্রেণিতে পড়তো সোহাগ।
শিশুটির বাবা জহিরুল ইসলাম জানান, ভোরে বাসা থেকে বের হয় সোহাগ। ধারণা করা হচ্ছে, অন্য শিশুদের সঙ্গে খেলতে বের হয়েছিল। পরে পুলিশের মাধ্যমে জানতে পারেন, যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে সোহাগ। পুলিশ সদস্যরা তাকে ঢাকা মেডিকেলে হাসপাতালে নিয়ে যায়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, ভোরে যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত হয়ে রাস্তায় পড়েছিল শিশুটি। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, কোন যানবাহনের সঙ্গে দুর্ঘটনাটি ঘটেছে তা জানা যায়নি। গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
Leave a Reply