আজ সকালে আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অরবিন্দ বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন। এ বিষয়ে তিনি কাউকে কোনো অর্থ না দেওয়াসহ সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন।
আড়াইসিধা ইউপি চেয়ারম্যান আবু সায়েম মিঠু জানান, সকালে আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাইল নম্বর থেকে কল করে হুমকি দেওয়া হয়। এতে আমার সন্দেহ হওয়ায় আমি চুপ থাকি। পরে আমি বিষয়টি আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানাই।
আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অরবিন্দ বিশ্বাস জানান, আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার সরকারি মোবাইল ০১৭০৫৪১১২৩৪ নম্বরটি ক্লোন করে উপজেলার বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যানদের কল করা হচ্ছে। তাদের কাছে টাকা চাওয়াসহ বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হচ্ছে। সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানান তিনি।
Leave a Reply