সিলেট-তামাবিল সড়কে যাত্রীবাহী বাস, টমটম ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৩ জন নিহত হয়েছেন। বুধবার (৬ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজার সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। নিহতদের একজন মোটরসাইকেল আরোহী, অপর দু’জন টমটমের যাত্রী ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট থেকে জাফলংয়ের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া বাসটি হরিপুর বাজারের অদূরে পৌঁছালে একটি টমটমের পেছনে থাকা মোটরসাইকেল হঠাৎ করে বিপরীত দিক থেকে বাসের সামনে এসে পড়ে। মোটরসাইকেল ও বাসটির মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে আরোহী নিহত হন।
এ সময় বাসের সঙ্গে টমটমটিরও সংঘর্ষ হলে এক শিশুসহ দু’জন মারা যান। তারা টমটমের যাত্রী ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমদ বলেন, বাস-টমটম ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে শিশুসহ ৩ জন নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
Leave a Reply