রবিবার বিকেলে পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের নতুনবন্দর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের বাড়ি উপজেলার হাড়িভাসা ইউনিয়নের বড়বাড়ি এলাকায়। বিজিবি সদস্য আরিফ বিয়ের ছুটিতে বাড়ি এসেছিলেন। গত ২৪ মার্চ বিয়ে করেন তিনি। একই সাথে বাবা-ছেলের মৃত্যুতে ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয়রা জানান, বিকেলে আরিফ মোটরসাইকেলে তার বাবাকে নিয়ে চাকলাহাট থেকে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে নতুনবন্দর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান বিজিবি সদস্য আরিফ। গুরুতর আহত অবস্থায় তার বাবাকে উদ্ধার করে প্রথমে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা সড়ক দুর্ঘটনায় বাবা ও ছেলে নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, ট্রাক্টরটিকে আটক করা হয়েছে। তবে চালক ও সহযোগী পালিয়েছেন।
Leave a Reply