1. admin@tbcnews24.com : admin :
রবিবার, ২৫ সেপ্টেম্বর ২০২২, ০৭:৪৩ পূর্বাহ্ন

ইরাকে মিনিবাস দুর্ঘটনায় নিহত ১১

ডেক্স রিপোর্ট //
  • আপডেট সময় : শনিবার, ১৬ এপ্রিল, ২০২২
  • ৭০ বার পঠিত

ইরাকের রাজধানী বাগদাদের দক্ষিণাঞ্চলে ইফতার করে ফেরার পথে মিনিবাস দুর্ঘটনায় নয় শিক্ষকসহ ১১ জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও দুজন। গতকাল শুক্রবার এই দুর্ঘটনা ঘটে। উচ্চগতির জন্য এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ইরাকি কর্তৃপক্ষ।

একটি পুলিশ সূত্র জানায়, শিয়াদের পবিত্র শহর কারবালা থেকে একটি মিনিবাসে ফিরে আসার সময় মধ্যরাতে ব্যাবিলন প্রদেশে এই দুর্ঘটনা ঘটে।

ইরাকের সড়ক পরিবহন কর্তৃপক্ষের এক বিবৃতিতে জানানো হয়েছে, বিপরীত দিক থেকে আসা যানবাহনের সঙ্গে মিনিবাসটির সংঘর্ষ হয়। পরে মিনিবাসটিতে আগুন লেগে যায়।

সংঘাত, অবহেলা এবং স্থানীয় দুর্নীতি তেলসমৃদ্ধ ইরাকের অবকাঠামো, রাস্তা ও সেতুকে বেহাল দশায় ফেলে দিয়েছে। ইরাকের অনেক রাস্তা খানাখন্দে ভরা এবং রাতের বেলা সম্পূর্ণ অন্ধকারে নিমজ্জিত থাকে।

ইরাকের জ্যেষ্ঠ ট্রাফিক কর্মকর্তা তারেক ইসমাইল বার্তা সংস্থা আইএনএ বলেন, ট্রাফিক দুর্ঘটনার সংখ্যা কমছে না। এটি কমানোর জন্য আমরা যুদ্ধ করছি।

ইরাকের সড়ক পরিবহন কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত বছর ইরাকে ১ হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় নিহত হন। দেশটির জনসংখ্যা প্রায় ৪ কোটি ১০ লাখ।

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

ফেসবুকে আমরা