নোয়াখালীর কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নে সরকারের ভিজিএফ কর্মসূচির বেহাত হওয়া ৪০ বস্তা চাল তিন দিনেও উদ্ধার হয়নি। এ ঘটনায় ইউপি সচিবের দায়ের করা মামলায় গ্রাম পুলিশ মো. হারুনকে বুধবার পুলিশ গ্রেফতার করে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
গত সোমবার (২৫ এপ্রিল) সরকারি খাদ্যগুদাম থেকে বাটইয়া ইউনিয়নের দুস্থদের জন্য পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারের বিশেষ ভিজিএফ কর্মসূচির ৪২০ বস্তা চাল উত্তোলন করা হয়। রাতে চালের বস্তাগুলো ইউপি কার্যালয়ে রাখা হয়। পরদিন দুস্থদের মাঝে চাল বিতণের সময় বস্তা কম দেখে সন্দেহ হলে গণনা করে ৪০ বস্তায় দুই টন চাল কম পাওয়া যায়।
এ ঘটনায় গ্রাম পুলিশ মো. হারুনকে ফাঁসিয়ে দিয়ে ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন শাহীন নিজের অপরাধ আড়াল করছেন বলে অভিযোগ গ্রাম পুলিশ হারুনের পরিবারের। তবে, ইউপি চেয়ারম্যানের দাবি তিনি বা তার কোনো লোক চাল আত্মসাতের সঙ্গে জড়িত নয়
এ ব্যাপারে কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুর মামুন জানান, এ ঘটনায় ইউপি চেয়ারম্যান ও সচিবের দায়িত্বে অবহেলার বিষয়টি খতিয়ে দেখে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply