ময়মনসিংহ মহানগরীর বয়রা বটতলা বাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে রাকিবুল ইসলাম রিতু (২০) নামে এক পলিটেকনিক্যাল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (২ মে) সন্ধ্যা সাতটার দিকে বটতলা বাজারে এই ঘটনা ঘটে।
রিতু বটতলা বাজারের পাশে বসবাসকারী দুলাল মিয়ার ছেলে। তিনি ময়মনসিংহ পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। এ ঘটনায় পুলিশ রায়হান নামে একজনকে আটক করেছে।
ছুরিকাঘাতে রিতুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, নিহত রাকিবুল ইসলাম রিতুর ছোট ভাই রনির সঙ্গে স্থানীয় রিজভী ও তার সহযোগীদের এলাকার আধিপত্য নিয়ে বেশ কিছুদিন দ্বন্দ্ব চলে আসছিল। রিতু বাড়ি থেকে বের হয়ে বাজারে এলে রিজভী ও তার কয়েকজন সহযোগী তার ওপর হামলা করে ও ছুরিকাঘাত করে। গুরুতর আহত রিতুকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে দশটার দিকে মারা যান।
ঘটনায় জড়িত থাকার অভিযোগে অভিযান চালিয়ে বটতলা বাজার এলাকার হেলাল উদ্দিনের পুত্র রায়হানকে আটক করা হয়েছে। বাকিদের আটকে অভিযান চালাচ্ছে পুলিশ।
মৃতদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
রিতুর পরিবারের পক্ষ থেকে এখনও থানায় অভিযোগ করা হয়নি বলেও জানান ওসি।
Leave a Reply