গাজীপুরের কালিয়াকৈরের সফিপুর এলাকায় বাস ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে পাঁচজন নিহত। দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন আরও একজন।
নিহতরা হলেন, কুড়িগ্রামের রেনু বেগম, গাজীপুরের মো. হোসেন, জামালপুরে সাথী বেগম। বাকি দু’জনের একজনের নাম সফিক জানা গেলেও তার বিস্তারিত পরিচয়সহ অপর নিহতের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ জানায়, গতকাল বিকেলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর ফ্লাইওভারের সংযোগস্থলে দ্রুতগামী একটি এনা পরিবহণের বাসের সঙ্গে সিএনজির চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজির ভেতরে থাকা এক যুবক ঘটনাস্থলেই মারা যান। বাকিদের স্থানীয় হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় আরও ৪ জনের মৃত্যু হয়।
Leave a Reply