অনুমতি ছাড়াই ঈদ উপলক্ষ্যে বাইরে গিয়ে ঘোরাফেরার পর ক্যাম্পে প্রবেশকালে ২০৩ জন রোহিঙ্গাকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন-এপিবিএন।
বৃহস্পতিবার সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত কক্সবাজারের উখিয়ায় বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের চেকপোস্টে এ অভিযান চালানো হয় বলে জানান ৮ এপিবিএন এর উপ-অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হোসেন।
এর আগে, বুধবার বিকেলে ঈদ উপলক্ষ্যে উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যাম্প থেকে কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়াতে যাওয়া ৪৫৩ জন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। পরে রাতেই আটক করা এসব রোহিঙ্গাকে সাতটি বাসে উখিয়ার কুতুপালং টিভি টাওয়ার এলাকাস্থ ট্রানজিট ক্যাম্পে পাঠায় পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার কামরান বলেন, রোহিঙ্গাদের অবাধ বিচরণ ও অপরাধ প্রতিরোধে ক্যাম্পের প্রবেশ পথগুলোতে চেকপোস্ট স্থাপন করে নিয়মিত তল্লাশি কার্যক্রম অব্যাহত রয়েছে। ঈদ উপলক্ষ্যে তল্লাশি কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।
Leave a Reply