ঈদের দ্বিতীয় দিন বেড়াতে গিয়ে লাশ হয়ে ফিরেছেন পুঠিয়ার বেলপুকুরের কলেজছাত্র হাসিবুর রহমান সাগর (১৮)।
শুক্রবার সকাল ১০ টার দিকে বেলপুকুর রেলক্রসিংসের পাশ থেকে সাগরের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সাগর বেলপুকুর থানার শাহেদ আলীর ছেলে। সাগর বেলপুকুর আইডিয়াল ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র।
সাগরের বাবা শাহেদ আলী জানান, ঈদের দ্বিতীয় নাটোরের গ্রীনভ্যালি পার্কে বেড়াতে যায় সাগর। সন্ধ্যার পর সেখান থেকে বাড়ি ফিরে আসে। এরপর রাত সাড়ে ৮টায় বাড়িতে রাতের খাবার খেয়ে বাইরে বেড়াতে যায়। কিন্তু আর ফিরে আসেনি।
তখন থেকেই সে নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে বৃহস্পতিবার বেলপুকুর থানায় জিডি করেন শাহেদ আলী। শুক্রবার সকালে বাড়ির পাশের রেললাইনের ধারে তার মরদেহ পাওয়া যায়।
বেলপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। নিখোঁজের সময়ই তাকে হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারণা। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের হয়েছে। সিআইডির একটি তদন্ত দল মরদেহের নমুনা সংগ্রহ করেছে।
Leave a Reply