ধর্ষণের শিকার শিশুটির মা বৃহস্পতিবার বিকেলে নাজিরপুর থানায় একটি মামলা দায়েরের পর পুলিশ তারককে গ্রেপ্তার করে।থানা সূত্রে জানা গেছে তারকদের বাড়িতে একটি ধর্মীয় অনুষ্ঠানে ওই শিশুটিকে নিয়ে অংশ নেয় তার মা। অনুষ্ঠান চলাকালীন কোন এক ফাঁকে শিশুটি ওই বাড়ির অন্যান্য শিশুদের সাথে খেলতে যায়। এ সময় তাকে লিচু ও অন্যান্য খাবারের লোভ দিয়ে পার্শ্ববর্তী একটি ঘরের মধ্যে নিয়ে যায় তারক। সেখানে শিশুটির মুখ চেপে ধরে তাকে ধর্ষণ করে। এক পর্যায়ে শিশুটি চিৎকার দিলে তাকে সেখানে ফেলে পালিয়ে যায় তারক। এরপর সেখান থেকে শিশুটিকে উদ্ধার করে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে তার পরিবারের সদস্যরা।
ধর্ষণের ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির। এছাড়া শিশুটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে বলেও জানান তিনি।
Leave a Reply