রবিবার (১২জুন) দুপুরে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের স্বতন্ত্র মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কু তার নিজ বাস ভবন নানুয়া দিঘী দক্ষিণ পাড়ে নির্বাচনী ইশতেহার ঘোষনা করেন। এসময় ঘড়ি প্রতীকের স্বতন্ত্র মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কু সাংবাদিকদের উপস্থিতিতে তার নির্বাচনী ইশতেহার পরে বলেন-আমি সর্বশেষ কুমিল্লা পৌরসভার চেয়ারম্যান ছিলাম, কুমিল্লা সিটি কর্পোরেশনের ২ বারের মেয়র হয়ে সব সময় জনগণের পাশে থেকে নগরীর উন্নয়ন করার চেষ্টা করেছি। যারা কাজ করে তাদের তো কিছু না কিছু ভুল হতে পারে। কেননা, কাজের লোকদেরই ভুল হয়। কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকার দক্ষিণাংশটি গ্রাম্য এলাকার মধ্যে হওয়ার পরেও সেখানের রাস্তাঘাটের উন্নয়নসহ রাতের অন্ধকার কে জয় করে আলোকিত করেছি। সিটির ২৭টি ওয়ার্ডের মধ্যে এখন রাতের বেলায় লাইট জ¦লে থাকে। ১০ বছর মেয়র হিসেবে দায়িত্বপালন করে নগরীতে কোন প্রকার ছিনতাই রাহাজানি হতে দেইনি এমনকি আমার কোন কর্মীর বিরুদ্ধেও সন্ত্রাসী চাঁদাবাজির অভিযোগ নেই। আমি কুমিল্লা সিটি কর্পোরেশনের ৩য় বারের মত মেয়র সাক্কু নির্বাচিত হয়ে আপনাদের নগর উন্নয়নের খেদমতগার হতে চাই। আমার সিটি কর্পোরেশন এলাকার জনগণ দীর্ঘদিন যানযটে ভোগান্তি পোহাচ্ছে, এসব যানযট আর শহরে থাকবে না।আপনাদের মেয়র হয়ে কুমিল্লা নগরীকে যানযটমুক্ত নগরী ঘরে তুলবো। নগরীর মধ্যে যে দু’টি বাস স্ট্যান্ড তথা শাসনগাছা ও চকবাজার এলাকায় যে বাস স্ট্যান্ড রয়েছে তা অচিরেই অন্যত্র সরিয়ে নিয়ে নগরীকে যানযট মুক্ত করবো। মেয়র পদপ্রার্থী মনিরুল হক সাক্কু নির্বাচনী ইশতেহার ঘোষনার সময় সমর্থিত এডভোকেট, কর্মী ও পরিবারের স্বজনরা উপস্থিত ছিলেন।
Leave a Reply